নোয়াখালীর সেনবাগে আলোচনা সভা, কেক কাটা ও বঙ্গবন্ধু কর্নারের ঊদ্বোধনের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন পালন করেছে সেনবাগ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, সহযোগী সংগঠন এবং লায়ন জাহাঙ্গীর আলম মহিলা কলেজ।
এউপলক্ষে মঙ্গলবার দুপুরে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের উদ্যোগে কলেজের বীর বিক্রম শহীদ তরীক উল্লাহ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ্য শংকর চন্দ্র দে’র সভাপতিত্বে ও আজাদ হোসেন এবং নুরুল আলম সবুজের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেনÑকলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও মেঘনা ব্যাংকের রিক্স ব্যবস্থাপনা কমিটির সভাপতি লায়ন জাহাঙ্গীর আলম মানিক। বিশেষ অতিথি সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, অজুনতলা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল ওহাব বিএসসি, আওয়ামী লীগ নেতা স্্্্্্্্্্াইদুজ্জামান স্বপন, আওয়ামী লীগ নেতা ডাক্তার আবুল কালাম, ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান প্রমুখ।
এরআগে অতিথিরা লায়ন জাহাঙ্গীর আলম মহিলা কলেজ বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণারের উদ্বোধন করেন। শেষে কেক কেটে জাতির জনকের শততম জন্মদিন পালন করে।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব ও মুক্তিযুদ্ধ বিষয়ে রচনা এবং কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ কারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এরআগে রাতে জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. জামালউদ্দিন এফসিএ তার সেনবাগের গ্রামের বাড়িতে ও সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মজুমদার ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জফর আহমেদ চৌধুরী কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উদযাপন করেন।