কসবায় মুজিব শতবর্ষ উদ্যাপন উপলক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সাধারণ শ্রমজীবী মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেছে। এ উপলক্ষে সকাল ১১টায় সংগঠনের সভাপতি আশফাকুল হোসেন ভুইয়া ইলমানের সভাপতিত্বে মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি মা. সোলেমান খান। বিশেষ অতিথি ছিলেন, বিনাউটি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম। কসবা পৌর কাউন্সিলর আবু ছায়েদ, মতিঝিল মডেল স্কুলের বিদুৎসাহী সদস্য সাইফুল ইসলাম, ইতালি প্রবাসী কামাল হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. সজিব রানা। সংগঠন সূত্রে জানা যায়, নেতৃবৃন্দ ৫ শত গরীব সাধারণের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে। উল্লেখ্য সংগঠনটি গত দেড়যুগ যাবত আর্তমানবতার সাথে সমাজে কাজ করে আসছে।