যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সীমিত কর্মসূচির মধ্যদিয়ে খুলনার ডুমুরিয়ায় আজ (মঙ্গলবার) স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে দিনের কর্মসূচি শুরু হয় এবং সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
মুজিববর্ষে সোনার বাংলা ছড়ায় নতুন স্বপ্নাবেশ, শিশুর হাসি আনবে বয়ে আলোর পরিবেশ' এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে স্থাাপিত বঙ্গবন্ধুর স্মৃতি স্তম্ভে¢ শ্রদ্ধার্ঘ অর্পণ, আলোচনা সভা, ঋণ বিতরণ এবং ভাতাভোগীদের হাতে কার্ড তুলে দেয়া হয়।
শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহানাজ বেগম। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এম,পি। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম ও শারমিনা পারভীন রুমা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক।
আরো বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সঞ্জিব দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, আ'লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ারদার, আছফর হোসেন জোয়ারদার, ছাত্রলীগ নেতা খান আবুল বাশার ও শেখ মাসুদ রানা। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ সুফিয়ান রুস্তম ,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস, এম কামরুজ্জামান, ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আকুঞ্জী, সাধারণ সম্পাদক আবদুল লতিফ মোড়লসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষিত যুবদের মাঝে ঋণের চেক ও বয়স্ক ব্যক্তিদের মাঝে ভাতা ভোগী কার্ড বিতরণ করেন।
অপরদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আকুঞ্জী। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ মোড়লের পরিচালনায় সভায় অতিথির বক্তব্য দেন ডুমুরিয়া জাতীয় পত্রিকা সাংবাদিক ফোরামের সভাপতি এম এ এরশাদ, সিনিয়র সাংবাদিক জি এম আবদুস সালাম, ফোরামের সাধারণ সম্পাদক সুমন ব্রক্ষ্ম। আরো বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ হেদায়েতুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন্ত চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, অর্থ সম্পাদক শেখ আবদুস ছালাম, দপ্তর সম্পাদক জি এম ফিরোজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খান মহিদুল ইসলাম, নির্বাহী সদস্য অধ্যাপক নুরুল ইসলাম খান, রোমেন হোসেন, মুক্তার হোসেন, গাজী মাসুম প্রমুখ। আলোচনা সভার পূর্বে নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জী অর্পণ করা হয়। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহানাজ বেগম'র সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।