রাজশাহীর বাঘায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) নানা কর্মসূচীর মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবসটি পালন করা হয়।
দিনের প্রথম প্রহর সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপধ্বনি এবং সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল পোনে ৯টায় আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাজ্ঞ্যাপন-সহ উপজেলা হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাঘা উপজেলা প্রশাসন এবং উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ,ছাত্রলীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগ-সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পৃথক-পৃথক ভাবে এই দোয়া মাহফিলের আয়োজন করে।
এর মধ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড: লায়েব উদ্দিন লাভলু, নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, সহকারী কমিশনার (ভুমি) আলপনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, অধ্যক্ষ নছিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আজিজুল আযম, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, শিক্ষক বাবুল ইসলাম, আড়ানী পৌর আ.লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ প্রমুখ। পরে উপজেলা চত্বরে আম গাছের চারা রোপন করা হয়। এদিকে উপজেলা মহিলা লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতার নেতৃত্বে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়।