জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আকুঞ্জী। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ মোড়লের পরিচালনায় সভায় অতিথির বক্তব্য দেন ডুমুরিয়া জাতীয় পত্রিকা সাংবাদিক ফোরামের সভাপতি এম এ এরশাদ, সিনিয়র সাংবাদিক জি এম আবদুস সালাম, ফোরামের সাধারণ সম্পাদক সুমন ব্রক্ষ্ম। আরো বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ হেদায়েতুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন্ত চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, অর্থ সম্পাদক শেখ আবদুস ছালাম, দপ্তর সম্পাদক জি এম ফিরোজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খান মহিদুল ইসলাম, নির্বাহী সদস্য অধ্যাপক নুরুল ইসলাম খান, রোমেন হোসেন, মুক্তার হোসেন, গাজী মাসুম প্রমুখ। আলোচনা সভার পূর্বে নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জী অর্পণ করা হয়। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহানাজ বেগম'র সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।