জমির গোপনে সংরক্ষিত কোর্ট অফিসের রেকর্ড রুমের নথিতে জালিয়াতির নজির বিহীন ঘটনা ঘটেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে। এতে জালিয়াতির শিকার হয়েছেন মোঃ ইয়াছিন। আর প্রতারক হচ্ছেন হাফিজ উল্যাহ। তাঁকে ইন্ধন দিচ্ছেন পলাতক আসামি মোঃ হাছান ও তোহা। ইয়াছিন এই পর্যন্ত কয়েক বার রায় পাওয়ার পরেও দুর্বৃত্তদের হুমকির মুখে জমির দখলে যেতে পারছেন না। এই ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, বসুরহাট সাবরেজিস্ট্রার মসজিদের মোয়াজ্জেম মোঃ হাফিজ উল্যাহ, পিতা মৃত করিম বক্স হাফেজ বাড়ি, গ্রাম-হাবিবপুর ৭১/৯৪ সোলেনামায় ৫৩৮ দাগকে ঘষা মাঝা করে ৫৩০ দাগ এসিল্যান্ড কোম্পানীগঞ্জ থানায় ও এডিএম কোর্টে ৩০ দাগ দাবি করেন। এরপর মামলা দায়ের করে পরবর্তিতে উক্ত জমির মালিক প্রকাশ মোঃ ইয়াছিন মাস্টার, পিতা- মৃত রুহুল আমীন, হাফেজ বাড়ি, গ্রাম-হাবিবপুর, কোম্পানীগঞ্জ নোয়াখালী জালিয়াতির প্রমাণাদি সংরক্ষণ করেন। পরে নোয়াখালী দুদক উকিল আবুল কাশেমের বিশেষ সহযোগিতায় উক্ত জমির সঠিক মালিক ভুক্তভোগী মোঃ ইয়াছিন রায় প্রাপ্ত হন। হাবিবপুরে ঘটনাটির সরেজমিনে জানাগেছে, অসহায় ইয়াছিনের বাবার ১০৩ ডিসিমেল জমি জাল দলিল উল্লেখ করে ক্ষমতার প্রভাব দেখিয়ে ১০০ শতাংশ জায়গা দখল করেন। অথচ উক্ত দলিল সঠিক দলিল; জাল দলিল নয়। এই হাফিজ উল্যাকে ইন্ধন দিচ্ছেন পলাতক আসামি মোঃ হাছান ও তোহা। ইয়াছিন এই পর্যন্ত কয়েক বার রায় পাওয়ার পরেও দুর্বৃত্তদের হুমকির মুখে জমির দখলে যেতে পারছেন না। প্রসঙ্গত, পলাতক আসামি ওরপে রাজাকার হাছান বিএনপির আমলে ক্ষমতার দাপট দেখিয়ে ইয়াছিনের জমি দখল করেছেন বলে বিভিন্ন সূত্রে জানাগেছে।