রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে কেশরহাট পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কেটে ও বৃক্ষরোপ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীরীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহীদ, সহকারি প্রকৌশলী সরদার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র কাউন্সিল রুস্তম আলী, কাউন্সিল মোবারক হোসেন টাইগার, আলালুর রহমান, মোমেনা বেগম, জৌসনা বেগম, কহিনুর বেগম, পৌর কর্মকতা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি সভাপতি মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক রোকমতজ্জামান টিটু, কেশরহাট পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, যুবলীগের সাংগঠনিক সম্পাদক এএইচএম কামরুজ্জামানসহ সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।