গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
অপরদিকে উপজেলার দেবগ্রামে জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু ও রাধাগঞ্জ, কুশলা, আমতলী, হিরন, পিঞ্জুরী ইউনিয়ন পরিষদ এবং কান্দি- শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, অমৃত লাল হালদার, হান্নান শেখ, গোলাম কিবরিয়া দাড়িয়া, আবু সাইদ শিকদার, কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক তুষার মধু ও শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যজ্ঞেশ^র বৈদ্য অনুপ উপস্থিত ছিলেন।