জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাগেরহাট সদর হাসপাতালে কেক কাটা, আলোচনাসভা ও রোগীদের মাঝে মিস্টি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দেন সিভিল সার্জন কেএম হুমায়ুন কবির, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন, বাগেরহাট জেলার ভারপ্রাপ্ত সভাপতি ডা. অরুণ কুমার মন্ডল, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাগেরহাট জেলার সভাপতি ডা. মোশারেফ হোসেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. বেলফার হোসেন, বােেগরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন, সাবেক সভাপতি বাবুল সরদার প্রমুখ। আলোচনা সভায় বােেগরহাটের বিভিন্ন চিকিৎসক ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর পরে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাগেরহাট সদর হাসপাতালের পক্ষ থেকে কেক কাটা হয়। শিশু ওয়ার্ডসহ সকল রোগীদের মাঝে মিস্টি বিতরণ করা হয়।