জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিনে বাগেরহাট কেন্দ্রীয় বাসষ্টান্ডে তার ম্যুরাল স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বাসষ্টান্ড কমপ্লেক্সের সামনে এই ম্যুরালের উদ্বোধন করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।
এসময় বাগেরেহাট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক এ বাকি তালুকদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাগেরেহাট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এ বাকি তালুকদার বলেন বাগেরহাটে কর্মরত পরিবহন শ্রমিকরা সব সময় স্বাধীনতার পক্ষে কাজ করেন। আমরা বিভিন্ন জাতীয় দিবসও পালন করি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ও জন্মদিনে তার প্রতিকৃতিতে আমরা পুষ্পমাল্য অর্পণ করি। পরিবহন শ্রমিকদের শ্রদ্ধাবোধ থেকে কেন্দ্রীয় বাসষ্টান্ডে এই ম্যুরাল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে শ্রমিকদের মধ্যে বঙ্গবন্ধুর প্রতি ভালবাসা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।