বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের গুড়গুড়িয়া-পুটিয়া হতে উজলপুর পর্যন্ত সড়কটি নির্মানের কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, ওই রাস্তা নির্মানের কাজে নিম্নমানের খোয়া ও ইট ব্যবহার করা হচ্ছে। এইসব নিন্মমানের খোয়া ও ইট দিয়ে কাজ সম্পন্ন করলে অল্প কিছু দিনের মধ্যেই এই রাস্তাটি দিয়ে চলাচলের জন্য অনুপোযগী হয়ে পড়বে এবং জনদুর্ভোগের সৃষ্টি হবে। এ বিষয়ে রাস্তার কাজের ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মতামত জানা সম্ভব হয়নি। এলাকার সচেতনমহল রাস্তার কাজের অনিয়মের বিষয়টি দ্রুত দেখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ শাহনাজ পারভীন, মুলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার সহ সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ করেছে।