নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলমের অপসারণের দাবীতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে আওয়ামিলীগ, যুবলীগ, ছাএলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন। সোমবার চৌমুহনী চৌরাস্তায় মানববন্ধন শেষে উপজেলা চত্বরে ঝাড়ু মিছিল করে নির্বাহী অফিসারের অপসারণ দাবি করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আঃলীগের এক নেতা জানান, নির্বাহী কর্মকর্তা ঘুষ,সরকারি কাজের কমিশন বাণিজ্য, সহ নানা অনিয়মের কারণে তাকে বদলী করা হয় কিন্তু বদলী হওয়ার পর ও তিনি কর্মস্হল ত্যাগ না করে বহাল তবিয়তে রয়েছেন।তিনি স্হানীয় সংসদ সদস্যকে কোন বিষয়ে পরামর্শ নেননা বলেও তিনি জানান। তাই আজকের এই মানববন্ধন ও ঝাড়ু মিছিল।