নোয়াখালীতে নবাগত পুলিশ কনস্টেবলদের অভিষেক ও নবাগত পুলিশ কনস্টেবলদের মাঝে বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' বই বিতরন করা হয়েছে।
নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স শহীদ কনস্টেবল ময়নুল হক হলে জেলা পুলিশ সুপার আলমগীর হোসেনের সভাপতিৎে¦ অনুষ্ঠানে জেলায় নবাগত ৬০ জন পুরুষ ও ৩০ জন নারী কনস্টেবলদের ফুল ও বঙ্গবন্ধুর আত্মজীবনী বই উপহার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহিম, বেগমগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ, নোয়াখালী প্রেস ক্লাবেরর সাবেক সভাপতি বখতিয়ার সিকদার।