ঝিনাইদহে ২১০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যাদের মধ্যে ৪১ জন বিভিন্ন দেশ থেকে আসা নারী-পুরুষ ও শিশু রয়েছে। এরমধ্যে জেলার ভারতীয় সীমান্তবর্তী মহেশপুর উপজেলায় রয়েছে ১৭৯ জন।
বাড়তি নিরাপত্তার জন্য বিদেশ ফেরত ও তাদের পরিবারের সদস্যদের ১৪ দিন নিজ বাড়িতে সঙ্গহীন করে রাখার এই নিদের্শনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। কোয়ারেন্টাইনে রাখাদের মধ্যে ৪১ জন ইতালি, জার্মানি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ভারত থেকে এসেছেন।
যদিও ঝিনাইদহ জেলার সিভিল সার্জন বলছেন, জনসাধারণের জন্য ভয়ের কোনো কারণ নেই। বাড়তি নিরাপত্তার জন্যই সন্দেহ থেকে তাদের এই নিদের্শ দেওয়া হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা নারী পুরুষ ও শিশুরা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে না মেশারও পরামর্শ দেওয়া হয়েছে। তাদের পর্যবেক্ষণ করার জন্য প্রতি উপজেলায় চিকিৎসকদের নিয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে।
এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসককে সভাপতি ও সিভিল সার্জনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, কোয়ারেন্টাইনে থাকাদের নিয়মিত চিকিৎসকদের তত্ত্বাবধানে বিশেষ নজরদারিতে রাখার কথা বলা হলেও বাস্তবে তা হচ্ছে না।
করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডাক্তার সেলিনা বেগম বলেন, ‘কোয়ারেন্টাইনে রাখা কারো শরীরে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়নি। তবে লোকবল সংকটের কারণে হয়তো সর্বক্ষণিক তাদের তত্ত্বাবধানে রাখতে পারছি না।’
তিনি আরো বলেন, যেহেতু অনেকেই স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মানছে না তাই জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে। তিনি তথ্য চেয়েছেন। যারা এই নির্দেশ মানছেন না তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাস্তির আওতায় আনার আশ্বাস তিনি দিয়েছেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামিমা শারমিন লুবনা জানান, কিছুদিন আগে শহরের ফয়লা গ্রামের গোবিন্দ বিশ্বাসের বাড়িতে আমেরিকা প্রসাসী একটি মেয়ে বেড়াতে আসেন। সেখান থেকে তিনি সর্দি-কাশি নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। পরে ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ওই বাড়ির ১২ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছেন।
ইতালি-ফেরত এক নারী বলেন, ‘আমাদের ইতালি ও দুবাই বিমানবন্দরে পরীক্ষা করে পাঠিয়েছে। কিন্তু বাংলাদেশের বিমানবন্দরে তেমন কোনো পরীক্ষা না করে শুধু একটা কাগজে সই নিয়ে বলেছে জ্বর বা অন্য কিছু হলে ফোন করে জানাতে। সেখানেই সব শেষ। তাহলে স্বাস্থ্য বিভাগ কেন এই টালবাহানা করছে?’ ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম বলেন, বিদেশ ফেরত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত জেলায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। যেহেতু শরীরে জীবাণু ১৪ দিনের ভেতরে প্রকাশ পায়, তাই এর আগে তাদের বিষয়ে কিছুই বলা যাবে।