১ বল বাকি থাকতেই শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল টুনামেন্টের গতবারের চ্যাম্পিয়ন দল হুরমত আলী ক্রিকেট একাদশ। রোববার তারা ”মুজিব জন্মশতবার্ষিকী ক্রিকেট টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে ৫ উইকেটে কালীগঞ্জ কাঠালবাগান লায়ন্স ক্রিকেট একাদশকে পরাজিত করে।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে সরকারী ভূষণস্কুল মাঠে অনুষ্ঠিত খেলাতে প্রথমে ব্যাট করতে নেমে কাঠালবাগান লায়ন্স ক্রিকেট একাদশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে হুরমত আলীা ক্রিকেট একাদশ ১ বল হাতে রেখেই ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলে জয়ী হয়। বিজয়ী হুরমত আলী ক্রিকেট একাদশের নিশিথ ৫১ রান ও ২ উইকেট লাভ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।
খেলা শেষে পুরস্কার তুলে দেন, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ ভট্টাচার্ষ্য ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, সদস্য আয়ুব হোসেন, দিলিপ ভট্টাচার্ষ্য, ফরহাদ হোসেন, আনিচুর রহমান ও আশিকুর রহমান সোহাগ সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। খেলাটিতে আম্পায়ারের দায়িত্বে ছিলেন সাইদুর রহমান শাহিন ও সাখাওয়াৎ হোসেন। ধারাভাষ্য বর্ণনা করেন, খোরশেদ আলম ও কামাল হোসেন। স্কোরার ছিলেন কার্ত্তিক ভট্টাচার্ষ ও শহিদুল ইসলাম।