চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোমবার সকালে দক্ষিণ হাশিমপুর এলাকা থেকে ২৭পিস ইয়াবাসহ আহমদ হোসেনের ছেলে আরশেদুল আলম তুষার (২৯)আটক করেন দোহাজারী থেকে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি জামাল আহমদের ছেলে মহাম্মদ আলী(৩৫)কে আটক করে কোট হাজতে পাঠানো হয়েছে। চন্দনাইশ থানার কর্মকর্তা ইনচার্জ (তদন্ত )মাহবুল আলম আকন্দ সত্যতা নিশ্চিত করেন।