জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাহাড় ঘেড়া মনোরোম পরিবেশে স্থাপিত মধুটিলা ইকোপার্ক কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার (১৭ মার্চ) সকল প্রকার ফি আদায় করা বন্ধ থাকবে। অর্থাৎ সর্ব সাধারনের জন্য পার্কটি ওই দিনের জন্য উন্মুক্ত থাকবে।
পার্ক কর্তৃপক্ষ ুজানায়, বঙ্গবন্ধুর নের্তৃত্বে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের নাম লেখায়। তাই দেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান ও তার জন্মশত বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ওই দিন পার্কের প্রধান ফটকের প্রবেশ ফি সহ সব ধরনের রাইডের কোন প্রকার ফি আদায় করা হবে না। এতে শিক্ষার্থী, ভ্রমনপিয়াসী, পর্যটক, দর্শনার্থীসহ সর্ব সাধারন বিনা ফি’র মাধ্যমে ইকোপার্কটি পরিদর্শন করতে পারবেন।
বনবিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবদুল করিম জানান, ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তার নির্দেশনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে স্মরনীয় করে রাখতে ওই দিন মধুটিলা ইকোপার্কের প্রবেশ ফি থেকে শুরু করে সব ধরনের ফি ফ্রি থাকবে। এতে দর্শনার্থীদের প্রধান ফটকের জন প্রতি ১০টাকা করে প্রবেশ ফি, ২০০ টাকা গাড়ী পার্কিং ফি, পিকনিক স্পট, ওয়াচ টাওয়ার, শিশুপার্ক, মিনি চিড়িয়াখানা, ষ্টারব্রিজে কোন প্রকার ফি দিতে হবে না। এছাড়াও জাতির জনকের জন্মশত বার্ষিকী উপলক্ষে পার্কটিকে আলোকসজ্জাসহ মনোরোম সাজে সজ্জিত করা হয়েছে।