ঝিনাইদহের হরিণাকু-ুতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। “মুজিববর্ষ” উপলক্ষে পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর কার্যক্রম বাস্তবায়নের লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এদিন উপজেলা প্রশাসন, পৌরসভা ও প্রতিটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলার হাট বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে একযোগে শুরু হয়েছে এ কার্যক্রম।
সোমবার এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও ইউ.এন.ও সৈয়দা নাফিস সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড অনিমেষ বিশ্বাস, পৌর মেয়র শাহিনূর রহমান রিন্টু, ওয়ার্ড কাউন্সিলর খাইরুল ইসলাম, ফারুক হোসেন,শুভংকর বিশ্বাস প্রমুখ।