রাত পোহালেই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে, নবীনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটির সামনে ২১ বার তোপধ্বনি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের শুভ সূচনার কর্মসূচি রয়েছে। কিন্তু কমপ্লেক্সেটির সামনের জায়গাটি এখনো আর্বজনার স্তুপে পরিনত রয়েছে। মুজিববর্ষ উপলক্ষেও ওই স্থানটি পরিস্কার পরিচ্ছন্ন না করায় ক্ষুদ্ধ মুক্তিযোদ্ধারা।
জানাযায়, ব্রাহ্মণবাড়িয়া(৫) আসনের তৎকালীন এমপি ফয়জুর রহমান বাদল ২০১৭ সালে নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ বাসস্ট্যান্ডের সামনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২০১৯ সালে নির্মাণ কাজ শেষ হওয়ার পর ওই ভবনের সামনে তৈরি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই দৃষ্টি নন্দন ম্যুরালটি। ভবনটি এখনো উদ্বোধন না হওয়াতে তদারকি নেই বঙ্গবন্ধুর ম্যুরালটির, ফলে ধুলাবালিতে নষ্ট হওয়ার পথে বঙ্গবন্ধুর ম্যুরালটি। তৈরি করার পর এই প্রথম মুজিববর্ষ পালন উপলক্ষে দুইদিন আগে ম্যুরালটি পরিস্কার করা হলেও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এর সামনের জায়গাটি এখনো আর্বজনার স্তুপে পরিনত রয়েছে। এই স্থানে নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২১ বার তোপধ্বনি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর শুভ সূচনা শুরু করার কথা রয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সামসুল আলম ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজহারুল ইসলাম ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে মুজিববর্ষ পালন করা হচ্ছে,অথচ মুজিববর্ষের আগের দিনেও বঙ্গবন্ধুর ম্যুরালটির সামনের জায়গাটি পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়নি, এটা আমাদের জন্য লজ্জা জনক ঘটনা। অবিলম্বে বঙ্গবন্ধুর ম্যুরাল এবং সামনের জায়গাটি পরিস্কার পরিচ্ছন্ন ও কমপ্লেক্সটি দ্রুত উদ্বোধন করার দাবী জানান। স্থানীয় এলাকাবাসী বলেন,বঙ্গবন্ধুর এই ম্যুরালের সামনে দিয়েই স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের উপজেলা সদরে প্রবেশ ও বের হতে হয়, তখনও কি বঙ্গবন্ধুর ম্যুরালের সামনের এই দূশ্যটি তাদের চোখে পড়েনা?
১৬ মার্চ সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, উপজেলার একমাত্র বঙ্গবন্ধুর ওই ম্যুরালের সামনের জায়গাটি আর্বজনায় নোংরা হয়ে আছে। জায়গাটি পরিস্কার পরিচ্ছন্ন থাকলে একটি দৃষ্টি নন্দন স্থান হয়ে উঠতে পারতো।
সরেজমিনে ঘুরে এসে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের নিকট জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, আগে কিছু পরিস্কার করা হয়েছে। বাকিটা আজকের মধ্যেই পরিস্কার পরিচ্ছন্ন করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। অনুষ্ঠানের আগে সকল ময়লা আর্বজনা পরিস্কার করার হবে