মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয়ে দু’দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিদ্যালয়টির মাঠে অনুষ্ঠিত এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করেন।
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা রুহুল আমিন খান, রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য হাজী কামাল হোসেন, মুক্তিযোদ্ধা সদানন্দ গাঙ্গুলী, বিদ্যালয়টির প্রধান শিক্ষক ভীস্মদেব রাঢ়ী, ছাত্রলীগ নেতা সম্পদ বাড়ৈ বক্তব্য রাখেন।