গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে ফিরে আসা ৯জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
সোমবার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল কর্মকর্তা ডা. শামছুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এই ৯ ব্যক্তিকে আমরা সার্বক্ষনিক ভাবে পর্যবেক্ষণ করছি। ৯জনের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা খোঁজ খবর নিয়েছি। তবে এদের শরীরে এখন পর্যন্ত অসুস্থতার কোন লক্ষণ পাওয়া যায়নি।
এ ছাড়াও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ২টি আইসোলেশন বেড রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য।
এদিকে করোনা প্রতিরোধে ছাত্রলীগ নেতা সম্পাদ বাড়ৈ উপজেলার ভাঙ্গারহাট বাজারে বসে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও পথচারীদের মাঝে ৬শতাধিক মাস্ক বিতরণ করেছেন।