বাগেরহাটের ফকিরহাটের বেতাগায় বাল্য বিবাহের অভিযোগে কনের মামা শুভাশীষ হালদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন। অপরদিকে, পাইকপাড়া এলাকায় বাল্য বিবাহের অভিযোগে কনের পিতা মোঃ শাহাজান শেখকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড ও চাচা রওনাক শেখকে ২হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার গোপন সঙবাদের ভিত্তিতে বিশেষ এক অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের পরিচালক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন তাদেরকে সাজা ও জরিমানা করেন। অভিযানকালে সার্টিফিকেট সহকারি বিষ্ণু পদ ঘোষ সহ সংগীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।