বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শনিবার সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন ও করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ আবু বকরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়মী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার। আওয়ামী লীগ নেতা শেখ ইউনুস আলীর সঞ্চালনায় এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দ্বীদেন্দ্রনাথ মজুমদার, আইন বিষযক সম্পাদক এ্যাড. কামরুল হাসান, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাফুজা খানম, আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান,সরদার আঃ কুদ্দুস, ফকির মোস্তফা কামাল, সুশান্তমন্ডর, দিলিপ কুমার শীল, শেখ মাসুদুল হক, স্বেচ্ছাসেবকলীগ নেতা সরদার রহমত আলী সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।