কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে রোববার দুপুর ১২টায় দৌলতপুর উপজেলা সদর সাদিপুর সড়ক উন্নয়ন ৬৭০ মিটার কাজের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর করে প্রধান অতিথি থেকে ৭৫ কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য এ্যাড. আ.কা.ম সরওয়ার জাহান বাদশা। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম সরদার, টিপু নেওয়াজ মো: আতিক সরকার, গোহলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম চৌধুরী, যুবলীগ নেতা মোঃ আবদুল কাদের, উপজেলা প্রকৌশলী মো: ইফতেখারুল ইসলাম জেয়াদ্দার, উপসহকারী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম (পুলক) ঠিকাদার মোঃ আবদুস সালাম।এলজিইডির অর্থায়নে ৪৯ লাখ ২৮ হাজার ৯২৩ টাকা ব্যায়ে এ উপজেলা বাজার সংলগ্ন সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে এমপি সরওয়ার জাহান বাদশা বর্তমান সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। তাই দেশের সর্বত্রই উন্নয়ন কর্মকা- অব্যহত রয়েছে। এ উপলক্ষে আয়োজিত পথ সভায় সরকারী কর্মকর্তা ছাড়াও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।