টঙ্গী-কালিগঞ্জ সড়কের শিলমুন বাজার এলাকায় রোববার সকালে গাড়ি চাপায় এক বৃদ্ধের (৫০) মৃত্যু হয়েছে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, ওই এলাকায় সড়কের পাশ দিয়ে হাটছিলেন ওই বৃদ্ধ ব্যক্তি। এ সময় দ্রুতগামীর একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তার দুই পা ভেঙ্গে গুরুতর আহত হয়। পরে আশপাশের পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরনে ঘিয়া রঙের পাঞ্জাবী ও লুঙ্গী পড়া ছিলো। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় জানা যায়নি।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।