রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ ইউনিয়নের কাঞ্চনপুরে স্থাপিত লাইসেন্স বিহীন ইটভাটায় ইট প্রস্তুত তৈরী করায় শুভ ব্রিকস্ এর বিরুদ্ধে গত ২৮ জানুয়ারি ২০২০ আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। প্রায় দেড় মাস অতিবাহিত হলেও পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএমএ মমিন কোন ব্যবস্থা গ্রহণ না করায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সরেজমিন দেখা যায়, শুভ ব্রিকস্ এর মালিক এরশাদ আলী ঘটাকরে চালাচ্ছেন ইট পোড়ানোর কাজ। একাধিক মহলের সাথে কথা বলে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএমএ মমিন পীরগঞ্জের বেশ কটি অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও রহস্যজনক কারণে শুভ ব্রিকস্ এর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করে প্রশাসন কে প্রশ্নবিদ্ধ করেছে। ভুক্তভোগি বেশ কটি ইট ভাটার মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান ইউএনও টিএমএ মমিন মোটা অংকের অর্থ বাণিজ্য করে জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করেছে। এ বিষয়ে ইউএনও অফিস সূত্রে জানা যায় গত ৩০ জানুয়ারি ওই নির্দেশের কপি পাওয়া গেছে। তারপর ওই ইট ভাটার মালিককে নোটিশ দেয়া হয়। অন্যদিকে ওই ইট ভাটার মালিক এরশাদ আলী ভাটার আইনগত বৈধতা না থাকার কথা স্বীকার করে বলেন,নির্দেশের বিষয়ে তিনি কিছুই জানেন না। এ বিষয়ে ইউএনও টিএমএ মমিনের সাথে কথা বললে তিনি জানান তার কোন মন্তব্য নাই। উল্লেখ পীরগঞ্জে প্রায় ৫০টির মত ইট ভাটার বেশিরভাগই চলছে অবৈধভাবে। এ ব্যাপারে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর রংপুর জেলা প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করে। যা আজও কার্যকর হয়নি রহস্যজনক কারনে।