ঝিনাইদহ কালীগঞ্জের কোলাবাজার হাইস্কুলের মোট ৪৪ শিক্ষার্থী হিস্টেরিয়ায় আক্রান্ত হয়েছে। পরে বিদ্যালয়ের সভাপতির নির্দেশে মেয়েদেরকে ছুটি ঘোষনা করা হয়।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওহাব জোয়ার্দ্দার জানান, শনিবার দুপুরের দিকে ক্লাস চলাকালীন সময়ে প্রথমে অষ্টম শ্রেনীর পুষ্পিতা রানী বিশ্বাস নামের এক শিক্ষার্থী মাথায় যন্ত্রনা করছে বলে পাঠদানরত শিক্ষককে জানায়। এরপর তাকে মাথায় পানি দিয়ে সুস্থ করার চেষ্টা করা অবস্থায় ওই ক্লাসের মোট ২৫ শিক্ষার্থী একইভাবে অসুস্থ হয়ে পড়ে। এরপর স্থানীয় চিকিৎসক অশ্বিনী বিশ্বাসকে জানানো হলে তিনি এসে ব্যবস্থাপত্র দেয়া অবস্থায় ৭ম শ্রেনীর আরও ১২ জন ও ৬ষ্ঠ শ্রেনীর ৭ জন নতুন করে অসুস্থ হয়ে পড়ে। আক্রান্তরা অধিকাংশই ছাত্রী তাই বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির নির্দেশে সব ক্লাসের মেয়েদেরকে ছুটি বাকি ক্লাসগুলো ছুটি ঘোষনা করা হয়।
স্থানীয় চিকিৎসক অশ্বিনী বিশ্বাস জানান, আমি স্কুলে গিয়ে দেখি আক্রান্ত মেয়েদেরকে মাথায় পানি দেয়া হচ্ছে। আতঙ্কে মানসিক ভাবে দুর্বল হয়ে আক্রান্ত মেয়েরা কাঁপছিল। পরে তাদের সুস্থ করতে যারা সেবা দিচ্ছিল পর্যায়ক্রমে তারাও আক্রান্ত হয়ে পড়ছিল। ফলে এখানে মানসিক ও শারিরীক দুর্বলটা বেশি কাজ করেছে। তবে আক্রান্তÍ শিক্ষার্থীদের সাথে কথা বলে জানলাম আক্রান্তরা অধিকাংশই সকালে না খেয়ে স্কুলে এসেছে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোদাচ্ছের হোসেন মন্ডল জানান, শনিবার দুপুরে অনেক শিক্ষার্থী হিস্টেরিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হলে তাৎক্ষনিক চিকিৎসা দেয়া হয়। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এটা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে নিরুপায় হয়ে বাকি ক্লাস গুলোতে মেয়েদেরকে ছুটি ঘোষনা করা হয়।