লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুত্রবধুর সাথে অভিমান করে যতিন চন্দ্র (৬৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
শনিবার (১৪ মার্চ) দিবাগত রাতে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, শুক্রবার (১৩ মার্চ) মধ্য রাতে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চন্ডিমারী গ্রামে নিজ বাড়িতে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন ওই বৃদ্ধ। তিনি ওই গ্রামের মৃত রজনী কান্তের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আড়াই বছর আগে স্ত্রীর মৃত্যুর পর থেকে ছেলে নিরঞ্জনের সাথে থাকেন বৃদ্ধ যতিন চন্দ্র। ছেলের বউ কল্পনা সামান্য বিষয় নিয়ে বৃদ্ধ যতিনের সাথে বিভিন্ন সময়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। শুক্রবার (১৩ মার্চ) রাতেও বাড়িতে বউ শ্বশুরের মাঝে বিবাদ সৃষ্টি হলে অভিমান করে বৃদ্ধ যতিন চন্দ্র ঘরে রাখা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন।
পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে একই হাসপাতালের মর্গে পাঠায়।
লালমনিরহাট সদর থানার পরিদর্শক (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।