রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসীদের মন্দিরের জমিতে অবৈধভাবে বসতবাসী ও স্থাপনা নির্মাণ করে জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১২ টা
য় উপজেলার মোহনপুর ইউনিয়নের পাকা দূর্গা মন্দির কমিটির আয়োজনে শহিদ ফিরোজ চত্ত্বরে ও পরে উপজেলা ক্যাম্পাসে এই প্রতিবাদসভা ও মানববন্ধন করে।
মন্দিরের মাটিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ চেয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে রাজশাহী জেলা প্রশাসক বরাবর আবেদন জমা দিয়েছে আদিবাসীরা।
আদিবাসীরা অভিযোগ করেন, বাপ-দাদার আমল হতে মোহনপুর ইউনিয়নের পাকা মৌজার ৪৩৪ নং দাগে ৭১ শতক মাটির উপরে হতে ধর্মীর কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু মাঝে মধ্যেই এলাকার প্রভাবশালী ও টাকা ওয়ালা লোক ওই এলাকার আমিনুলের নেতৃত্বে বেশ কিছু লোক তাদের জমিতে জোর পূর্বক বাড়ী ঘর নির্মাণ করে নিয়েছে। তারা প্রভাবশালী হওয়াতে কেউ কিছু করতে পারছে না। থানা পুলিশ কে জানালে তারা গিয়ে বারবার দেখে আসে কিন্তু কোন পদক্ষেপ গ্রহণ করে না। দেড়-২ মাস আগে সহকারি কমিশনার কে জানালে ঘটনাস্থলে গিয়ে দেখে আসলেও এখন পর্যন্ত কোন পদক্ষেম গ্রহণ করে নি বলে জানান। আদিবাসী নারীরা জানান, তাদের বাধা নিষেধ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেখায় হাসিয়া বল্লম দিয়ে মারা হবে বলে ভয় দেখায়। তারা এসব অবৈধ স্থাপনা দখল ম্ক্তু করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।