গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে মুজিব কর্ণার তৈরী করেছেন রনি বৈদ্য নামে এক যুবক। সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে এই মুজিব কর্ণারটি তিনি তৈরী করেছেন। তার এই তৈরীকৃত মুজিব কর্ণারে শোভা পাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ভাস্কর্য। শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের উপর লেখা রনি বৈদ্যর ১হাজারের মতো কবিতা এবং ৬শতাধিক চিত্রকর্ম।
তবে নানা প্রতিভার অধিকারী রনি বৈদ্যের ভাস্কর্য বা চিত্রকর্মের উপরে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। ছোট বেলা থেকেই ভাস্কর্য তৈরী ও ছবি আকার উপরে তার ছিল অ-সম্ভব আগ্রহ। দরিদ্র পরিবারে জন্ম গ্রহণ করার কারণে তিনি এই বিষয়ে লেখা পড়া করতে পারেনি বলে জানিয়েছে রনি বৈদ্য। এমন কি জেনারেল শিক্ষার উপরেও নিতে পারেনি কোন উচ্চতর ডিগ্রী। বর্তমানে রনি বৈদ্য রাজধানী ঢাকায় মানুষের বাসায় বাসায় গিয়ে চিত্রকর্মের উপর প্রশিক্ষণ দিয়ে যা রোজগার করেন তা দিয়েই তার সংসার চলে। কিছু কিছু সঞ্চয় করে কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের মুশুরিয়া গ্রামে গড়ে তুলেছেন এই মুজিব কর্ণার। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে এই মুজিব কর্ণার দেখার জন্য নানা বয়সের মুজিব প্রেমিরা ছুটে আসে।
রনি বৈদ্য মুশুরিয়া গ্রামের কৃষক যোষেফ বৈদ্যের ছেলে। রনি বৈদ্য ২০০৩সালে বাগেরহাট জেলার মোংলা উপজেলার ফাদার মারিনো সেন্টপল্স উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন। একই উপজেলার দীগরাজ ডিগ্রী কলেজ থেকে ২০০৫ সালে এইচএসসি পাস করেছেন। দারিদ্রতার কারণে এরপর আর তার লেখাপড়া করা হয়নি। ভাস্কর্য ও চিত্রকর্ম করেই এখন তার সংসার চলে।
উপজেলার পীড়ারবাড়ি গ্রামের কলেজ ছাত্র পুলক মল্লিক বলেন, মুশুরিয়া গ্রামে একটি মুজিব কর্ণার হয়েছে শুনে আমি দেখতে গিয়ে ছিলাম। মুজিব কর্ণারটি দেখে খুবই ভাল লাগলো।
নিজের বাড়িতে স্থায়ীভাবে একটি মুজিব কর্ণার নির্মাণের দাবি জানিয়েছেন রনি বৈদ্য। রনি বৈদ্য জানান, তিনি নিজ বাড়ির জায়গার একটি অংশ মুজিব কর্ণার তৈরীর জন্য লিখে দিবেন। সে ক্ষেত্রে তিনি সরকারি ভাবে সহযোগিতা চেয়েছেন।
রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন বালা বলেন, রনি বৈদ্যের পরিবার এতটাই দরিদ্র যে তাদের থাকার মতো একটি ঘরছিল না। একটি বেসরকারি সংস্থা তাদের বসবাসের জন্য একটি ঘর করে দিয়েছে। রনি বৈদ্য সেই ঘরেই মুজিব কর্ণার স্থাপন করেছে। আমি চাই সরকারি ভাবে রনি বৈদ্যকে সহযোগিতা করা হোক।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, রনি বৈদ্য মুজিববর্ষ উপলক্ষে যে মুজিব কর্ণার স্থাপন করেছেন এ জন্য তাকে সাধুবাদ জানাই। আমার রনি বৈদ্যের ইচ্ছানুযায়ী তার বাড়িতে একটি স্থায়ী মুজিব কর্ণার স্থাপনের জন্য সকল ধরণের সহযোগিতা করবো।