আশাশুনি সরকারি কলেজ পাড়ার ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ই মার্চ) সন্ধ্যায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব ক্বারী মোঃ আবদুল বারীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন কর্মকর্তা ইনচার্জ আবদুস সালাম। প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরআন মাওঃ ইব্রাহীম খলিল মুজাহিদ (প্রিন্সিপ্যাল দারুল ইসলাম আলিম মাদরাসা, মিরপুর, কুষ্টিয়া)। দ্বিতীয় বক্তা ছিলেন সুমিষ্টভাষী তরুন তেজস্বী বক্তা হাফেজ আছাফুর রহমান (খতিব, শান্তিডাঙ্গা মধ্যপাড়া জামে মসজিদ, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া)। তৃতীয় বক্তা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলেমে দ্বীন মাওঃ মিজানুর রহমান (ইমাম ও খতিব, হযরত ওমর রাঃ জামে মসজিদ, যশোর)। আশাশুনি কলেজপাড়া মাহফিল কমিটি ও এলাকাবাসীর আয়োজনে মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওঃ আবু হাসান (ইমাম ও খতিব, আশাশুনি সরকারি কলেজ জামে মসজিদ)।