খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা নামক স্থানে শনিবার বিকাল ৪টায় যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের সংঘর্ষে দুইজন নারী ও একজন শিশুসহ ৫জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তত ৩০যাত্রী। এর মধ্যে ৬জনের অবস্থা আশংকজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা বরিশালের উদ্দ্যেশে যাওয়ার পথে রাজিব পরিবহন ফকিরহাটের কাকডাঙ্গা নামক স্থানে এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে সংঘর্ষের বাসটি উল্টে পড়ে।
এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর সেখানে মারা যায় শিশুসহ আরও দুইজন। এরমধ্যে রয়েছে ৪মাসের শিশু রাফিজা। সে মাদারীপুরের লিয়াকত হোসেন কন্যা।
এ ছাড়া এখনও পর্যন্ত অন্যান্য নিহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ফকিরহাট উপজেলা নির্বাহি কর্মকর্তা মোসা: শাহনাজ পারভীন, মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ও আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।
সড়ক দুর্ঘটনায় ২ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের বিষয়টি মডেল থানার কর্মকর্তা ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম ও হাইওয়ে থানার ওসি মোঃ রবিউল ইসলাম নিশ্চিত করেছেন। আহতদেও ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।