টঙ্গীর কাঠালদিয়ায় বিএসইসি’র নিজস্ব ৬ একর জমির ওপর দেশের দ্বিতীয় অস্থায়ী রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এম.পি। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ কামাল আহমেদ মজুমদার এম.পি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এম.পি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসি’র চেয়ারম্যান মোঃ রইস উদ্দিন, প্রকল্প পরিচালক মোঃ মনিরুজ্জামান খানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারি, নির্মাতা প্রতিষ্ঠান ডকইয়ার্ড এ- ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ এর কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতকর্মীসহ শিল্প উদ্যোক্তাগণ।
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন তার বক্তব্যে বলেন, রাজধানীর জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার সাময়িকভাবে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের জন্য এ প্রকল্পটি বাস্তবায়ন করেছেন। স্থায়ী সমাধানের জন্য মুন্সিগঞ্জে বিসিক কেমিক্যাল শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে। এ শিল্পনগরী স্থাপনের পরপরই এই অস্থায়ী গুদাম থেকে রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ীদেরকে স্থায়ীভাবে সরিয়ে মুন্সিগঞ্জে নিয়ে যাওয়া হবে। তখন টঙ্গীর কাঠালদিয়ার এই অস্থায়ী গুদাম ও স্থাপনা বিএসইসি’র অঙ্গ প্রতিষ্ঠান ঢাকা ষ্টিল ওয়ার্কস লিমিটেড ব্যবহার করবেন। এ প্রকল্প বাস্তবায়নে ফলে পুরাতন ঢাকার জনগনের নিরাপত্তা নিশ্চিত হবে। নির্মাণ কাজ শুরু হওয়ায় ঢাকাবাসী ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো বলে শিল্পমন্ত্রী বক্তব্যে বলেন।
একই সাথে এ প্রকল্প যাতে দ্রুততার সাথে বাস্তবায়িত হয়, সে লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সহযোদ্ধা হিসেবে স্থানীয় রাজতৈনিক নেতৃবৃন্দকে সহায়তার হাত বাড়িয়ে দিতে মন্ত্রী আহবান জানান।
এদিকে কাঠালদিয়া বস্তিতে প্রায় ২৫-৩০ বছর যাবত বসবাসকারী শত শত বস্তিবাসীর পুর্নবাসন ও ক্ষতিপূরণ না দিয়ে হঠাৎ করে জীবন বিধ্বংসী রাসায়নিক গুদামের ভিত্তি প্রস্তর স্থাপন করায় তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি বস্তিবাসীদের জীবনমান রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন তারা।