তানোর থানা পুলিশের পৃথক অভিযানে নারীসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন, ৮লিটার দেশীয় তৈরি চৌলাইমদসহ রায়তান বড়শো গ্রামের মহেষ মুর্মুর স্ত্রী মাদক ব্যবসায়ী শ্রীমতি প্রতিমা দাস (৫২), ১২পিস ইয়াবাসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার বহরইল গ্রামের আজাদ আলীর পুত্র রাসেল (২২) ও গ্রেপ্তারী পরোয়ানার পলাতক আসামি তানোর উপজেলার নয়টিপাড়া গ্রামের আক্কাস আলীর পুত্র আলাউদ্দিন (৪৫) গ্রেপ্তার করা হয়।
তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, এ ঘটনায় তানোর থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। (আজ) শনিবার গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি বলেন গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।