পাঠকনন্দিত পত্রিকা দৈনিক ব্রাহ্মণবাড়িয়াকে নতুন আঙিকে পাঠকের হাতে তুলে দেয়ার অঙ্গীকার নিয়ে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার প্রথম ও সর্বাধিক প্রচারিত দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কান্দিপাড়া মাদরাসা রোডের জমিলা ম্যানশনের দোতলায় প্রতিষ্ঠানের কার্যালয়ে দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার প্রকাশক ও সম্পাদক দেওয়ান ফয়জুন নাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনের শুরুতেই পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম আলহাজ্ব নূরুল হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন বিশেষ প্রতিনিধি মোঃ আকতার হোসেন ভূইয়া,কসবা প্রতিনিধি নেপাল চন্দ্র সাহা,সরাইল প্রতিনিধি মোঃ মাহবুব খান,কম্পিউটার ইনচার্জ মুরাদ চৌধুরী রাজু ও অফিস সহকারি আবদুর রশিদ।
সভায় বক্তারা বলেন,ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস-ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার নাম। দৈনিক ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে প্রয়াত সম্পাদক ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব নূরুল হোসেনের একটি লালিত স্বপ্ন। তিনি একে তিলে তিলে গড়ে তুলেছেন।
বক্তারা বলেন,বহু চড়াই-উতরাই পেরিয়ে দৈনিক ব্রাহ্মণবাড়িয়া আজ পাঠকদের কাছে সমাদৃত হয়েছে। দীর্ঘ চলার পথে অনেক অশুভ শক্তি দৈনিক ব্রাহ্মণবাড়িয়াকে দমিয়ে রাখার অচেষ্টা করেছে কিন্তু দৈনিক ব্রাহ্মণবাড়িয়া তার অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছে।দৈনিক ব্রাহ্মণবাড়িয়া সত্য প্রকাশের আপোষহীন, কারো রক্তচক্ষুকে ভয় করেনা।
বক্তারা পত্রিকাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে এনে নতুন আঙ্গিকে পত্রিকাটিকে পাঠকের হাতে তুলে দিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় জেলার যে সকল উপজেলায় প্রতিনিধি নাই সেসব উপজেলায় প্রতিনিধি নিয়োগ ও অফিসের জন্য কয়েকজন সংবাদকর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাকাল থেকে সে সকল সাংবাদিকগন দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন পদে দায়িত্ব পালন করে পত্রিকাটিকে একটি দৃঢ়ভিত্তির উপর দাঁড় করিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সভায় সভাপতির বক্তব্যে দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক দেওয়ান ফয়জুন নাহার চৌধুরী বলেন, দৈনিক ব্রাহ্মণবাড়িয়া সব সময় সাদাকে সাদা, কালোকে কালো বলে। দৈনিক ব্রাহ্মণবাড়িয়া তিলতে তাল বলেনা। তিনি বলেন, দৈনিক ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন সংবাদ ও বস্তুনিষ্ঠ সংবাদে বিশ্বাসী। তিনি পত্রিকাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে পত্রিকার সকল সাংবাদিকসহ পত্রিকা সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। সভায় পত্রিকাটির জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।