রাজশাহীর বাঘায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকি উদযাপন উপলক্ষে মনিটরকাপ ব্যাডমিন্টনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার আড়ানী ইউনিয়ন পরিষদ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। আড়ানী তরুন সংঘের আয়োজনে ও শাহাজালাল ইসলামি ব্যাংক আড়ানী শাখার সার্বিক সহযোগিতায় আয়োজিত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল।
প্রভাষক আবু সাইদ তোতার পরিচালনায় উপস্থিত ছিলেন আড়ানী পৌর আ.লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, আড়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী একরামুল হক সনৎ, ইসলামি এজেন্ট ব্যাংক আড়ানী শাখার পরিচালক আরিফুর রহমান, আড়ানী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল হাকিম টুটুল, আড়ানী তরুন সংঘের সোহান আহম্মেদ, মিলন হোসেন, নিউটন আহম্মেদ, হাফিজুল ইসলাম, পারভেজ হোসেন প্রমুখ।
ফাইনাল খেলায় শাহাজালাল ইসলামি ব্যাংক আড়ানী শাখা রাজশাহী তরুন সংঘকে পরাজিত করে। এ খেলা গত বছরের ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হয়। মোট ১৬টি দল অংশগ্রহণ করে।