চন্দনাইশ থানা পুলিশ গত শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে ৬শত ৪০পিস ইয়াবাসহ মাইনউদ্দিন(৩৫)নামের এক মাদক ব্যবসায়ীতে উপজেলার কাঞ্চাননগরস্থ মুরাদাবাদ এলাকা থেকে আটক করেছে। সে কর্ণফুলী থানা এলাকার বাসিন্দা এবং আবদুর রহিমের ছেলে বলে জানা গেছে। পরে তাকে মাদক মামলায় কোট হাজতে পাঠানো হয়। সেকেন্ড কর্মকর্তা মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।