সৈয়দপুরের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করে বিভ্রান্ত ছড়িয়ে একটি মহল ব্যপক ক্ষতি করার অপচেষ্টা করছে। এরই প্রতিবাদে গত ১২ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলন করেছে কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন লিখিত বক্তব্যে বলেন, ৭২ বছর ধরে নারীদের মাঝে শিক্ষার আলো বিলিয়ে আসছে এ প্রতিষ্ঠানটি। নির্দিষ্ট এক ব্যক্তি এর সুনাম নষ্টে কাজ করছে। তিনি গণমাধ্যমের সাথে জরিত থেকে থানায় লিখিত একটি ভিক্তিহীন অভিযোগ দায়ের করেন। মুলত এ প্রতিষ্ঠানের স্বার্থে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের বৈধ অনুমতি নিয়ে উন্নয়ন অব্যাহত রয়েছে। এখানে কোন অনিয়মের আশ্রয় নেয়া হয়নি। অথচ তিনি অনিয়ম বলে অপঃপ্রচারে বিভ্রান্ত ছড়াচ্ছেন। তাই নারী শিক্ষায় অগ্রগামী এ প্রতিষ্টানকে রক্ষার স্বার্থে সকলের সহায়তা কামনা করা হয় ওই সংবাদ সম্মেলনে। তারা আরো বলেন, ১৯৪৮ সালে পিছিয়ে পড়া নারীদের শিক্ষার আলোয় আলোকিত করতে এ প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। শুরুর পর ৬৪ বছর ধরে এ প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছিল সাবেক পৌর চেয়ারম্যান ও স্বাধীনতা বিরোধী ইজহার আহমেদ।এক পর্যায় তিনি এটিকে পরিবার তন্ত্রে পরিনত করেন। গত ২০১২ সালে প্রতিষ্ঠানটি ওই পরিবার থেকে দখল মুক্ত হয়।এরপর সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল, সাবেক এমপি শওকত চৌধুরী, শিক্ষাবিদ আইউব আলী সরকার এবং সর্বশেষ আমি মোখছেদুল মোমিন সভাপতির দায়িত্ব পালন করি। প্রতিষ্ঠানের মধ্য খানে ছিল একটি জরাজীর্ণ পুরনো ভবন। এটি যে কোন সময় ধ্বসে পড়ে প্রাণ হানির ঘটনা ঘটার আশঙ্কা ছিল। তাই নিয়মতান্ত্রিক ভাবে ভবনটি সড়ানোর কাজ শুরু করা হয়। পরবর্তীতে ওই ভবনটি অপসারণ করা হয়। ফলে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস প্রশস্থ হয়। আর এটিকে নিয়েই চলে ষড়যন্ত্র। বর্তমানে প্রতিষ্ঠানে শিক্ষক- কর্মচারী রয়েছে ৪৩ জন। ২০১৯ সালে জেএসসি পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জন করে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায়ও সন্তোষজনক ফলাফল। নানান জঠিলতা এড়িয়ে বর্তমানে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন এগিয়ে চলছে। কিন্তু ষড়যন্ত্রকারী এক ব্যক্তি উন্নয়ন নস্যাৎ করতে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত রয়েছে। সংবাদ সম্মেলনে ওই অপপ্রচারের তীব্র প্রতিবাদ, নিন্দা জানানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাজিব উদ্দিন বাবুসহ সকল শিক্ষক, অভিভাবক সদস্যসহ উপজেলার বিািভন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়াকমীরা উপস্থিত ছিলেন।