রাজশাহীর বাঘায় অপহৃত স্কুল ছাত্রী সালমা খাতুনকে গাজীপুররে কালয়িা এলাকা থকেে উদ্ধার করা হয়ছে।ে একই সাথে অপহরণকারী সবুজ আলীকে আটক করা হয়ছে।ে শুক্রবার (১৩ র্মাচ) রাত সাড়ে ৯টার দকিে বাঘা থানা পুলশি অপহৃতাকে উদ্ধার এবং অপহরনকারীকে আটক কর।ে এদকিে বভিন্নি মামলার ওয়ারন্টেভূক্ত ৮ আসামীকে আটক করা হয়ছে।ে
বাঘা থানা সূত্রে জানা যায়, বাঘা উপজলো কশেবপুর উচ্চবদ্যিালয়রে অষ্টম শ্রণেতিে পড়ুয়া স্কুল ছাত্রী ও আলাইপুর মহাজনপাড়া গ্রামরে আমনিুল হক মোল্লার ময়েে সালমা খাতুন (১৩) বাড়ি থকেে ৮ র্মাচ সকাল ৯টায় স্কুলে আসার পথে পাকুড়য়িার ময়নেরে মোড় থকেে একই গ্রামরে জন্দিার আলীর ছলেে সবুজ আলীসহ ৪ জন পথরোধ করে একটি মাইক্রোতে করে অপহরণ করে নয়িে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা ১৩ র্মাচ বাদি হয়ে বাঘা থানায় মামলা দায়রে কর।ে এ মামলায় বাঘা থানার এসআই আশরাফ আলী গোপন সংবাদরে ভক্তিতিে সঙ্গীয় র্ফোস নয়িে গাজীপুররে কালয়িা এলাকা থকেে ছাত্রীকে উদ্ধার করে এবং অপহরণকারীকে আটক করা হয়ছে।ে শনবিার সকালে অপহৃতাকে রাজশাহী মডেকিলে কলজে হাসপাতালরে ওসসিতিে এবং অপহরনকারীকে আদালতরে মাধ্যমে জলে হাজতে প্ররেণ করা হয়ছে।ে
বাঘা থানা র্কমর্কতা ইনর্চাজ (ওস)ি নজরুল ইসলাম জানান, অপহৃতাকে পরীক্ষার জন্য রাজশাহী মডেকিলে কলজে হাসপাতালরে ওসসিতিে এবং অপহরনকারীকে আদালতরে মাধ্যমে জলে হাজতে প্ররেণ করা হয়ছে।ে
এদকিে মাদকসহ বভিন্নি মামলার ওয়ান্টভেূক্ত ৮ জন আসামীকে বাঘা থানার পুলশি বশিষে অভযিান চালয়িে আটক করা হয়ছে।ে আটককৃতরা হলো-উপজলোর নুরনগর গ্রামরে আবুল কাশমেরে ছলেে মুরাদ হোসনে, নাটোর সদর উপজলোর লক্ষীপুর গ্রামরে নফলে আলীর ছলেে রবউিল ইসলাম, বাঘা উপজলোর তথেুলয়িা মাউদপাড়া গ্রামরে মশউির রহমানরে ছলেে খালদে মোশারফ, বাউসা গ্রামরে মৃত নায়বে আলীর ছলেে তোতা মঞিা, গাওপাড়া গ্রামরে লুৎফর রহমানরে ছলেে শাহনি আলী ও জুয়লে আলী, ফতপেুর বাউসা গ্রামরে মুজবিুর রহমানরে ছলেে আলমগীর হোসনে, হলোলপুর গ্রামরে আলাউদ্দনিরে ছলেে সুজন আলী। বষিয়টি নশ্চিতি করনে ওসি নজরুল ইসলাম।