গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসনের সাবেক এমপি বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেছেন সাংবাদিক বন্ধুরা সমাজের দর্পন। আপনাদের লেখনীর মাধ্যমে বর্তমান সরকারের আর্থ-সামাজিক অবকাঠামোগত উন্নয়ন সহ সমাজের ত্রুটি বা অসংগতি নির্ভয়ে তুলে ধরার আহবান জানিয়েছেন।
গত ১৩ মার্চ ২০২০ইং বিকেলে গাইবান্ধা জেলার বৃহত্তর সামাজিক সংগঠন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের নতুন কার্যালয়ের উদ্বোধন শেষে এক মত বিনিমিয় সভায় অধ্যক্ষ আবুল কালাম আজাদ উপর্যুক্ত কথাগুলো বলেছেন।
গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম সভাপতি, বিশিষ্ট সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, আবদুস সোবহান মুন্নু, ফরহাদ আকন্দ, ছাত্রনেতা মুক্তার হোসেন সাদ্দাম, সজিব আহমেদ, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শ্যমলেন্দু মোহন রায় জীবু, ফোরামের সিনিয়র সহ সভাপতি শাহ আলম সরকার সাজু, সাধারণ সম্পাদক বি,কম শিখা দত্ত, সহ সম্পাদক কালা মানিক দেব, সাংগঠনিক সম্পাদক আবদুস সোবহান মন্ডল, সদস্য রফিকুল ইসলাম মন্ডল, মুরশিদা আক্তার সুইটি, সাইদুল ইসলাম প্রমুখ।
অধ্যক্ষ আবুল কালাম আজাদের বক্তব্যের জবাবে রিপোর্টার্স ফোরাম সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, সংবাদপত্রকে ব্যবসা রক্ষার ঢাল হিসেবে ব্যবহার ও সরকারী নিয়ন্ত্রণের কারণে বাংলাদেশের সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের এখন আর খুব একটা কর্তৃত্ব নেই বলে উল্লেখ করেন।