শুক্রবার ১৩ মার্চ ২০২০ খ্রি: বিকাল সাড়ে ৫টায় ফরিদপুরের মধুখালীতে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মধুখালী প্রেসক্লাব চত্বরে ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মোঃ রাজিব হোসেন রাজিবের সভাপতিত্বে ও ফরিদপুর জেলা যুবদলের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দীয় সংসদের সহ- সভাপতি এ্যাড. আবু সেলিম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দীয় সংসদের সহ-সভাপতি মাহাবুবুল হাসান ভুইয়া পিকু, যুবদল কেন্দীয় সংসদের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মাসুদ আহম্মেদ মিলন, যুবদল কেন্দীয় সংসদের সহ সাধারন সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, ফরিদপুর জেলা যুবদলের সহসভাপতি আবদুল আলীম মানিকসহ প্রমুখ। কর্মী সমাবেশে উপজেলা ও পৌর যুবদলের দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।