হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শিল্পপতি রহিম উদ্দিন ভরসা।
শুক্রবার (১৩ মার্চ) বিকেল পাঁচটা ও সাড়ে পাঁচটায় হারাগাছ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুই দফা জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রহিম উদ্দিন ভরসার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে হেলিকপ্টারে করে তার মরদেহ রংপুরে নেয়া হয়।
এদিকে শুক্রবার দল মত নির্বিশেষে হাজারো মানুষের ঢল নামে তার জানাজায় অংশ নিতে।
বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বাদ আসর হারাগাছ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় ও তৃতীয়
নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
রহিম উদ্দিন ভরসা ১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়নে রংপুর -১০ (বর্তমানে রংপুর-৪) আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য।
জানাজায় অংশগ্রহণ করেন রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কাউনিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক হাজি আবদুর রাজ্জাক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু প্রমুখ।
জানাজার পূর্বে বিএনপির নেতৃবৃন্দ এবং পরিবারের পক্ষ থেকে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করা হয়।
রহিম উদ্দিন ভরসা রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ম-লীর সভাপতি এবং ভরসা গ্রুপের চেয়ারম্যান। দেশের বিভিন্ন এলাকায় তার প্রতিষ্ঠিত প্রায় অর্ধ শতাধিক প্রতিষ্ঠান রয়েছে।
গত বুধবার (১১ মার্চ) দুপুর দেড়টায় রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।