আলো চাই। আলো আলো আলো! অন্ধকার নয়। কিন্তু সে আলো আমরা কয় জনে বিলিয়ে দিতে যাই! এই ধরুণ, প্রবাদ ভাষায় বলা যায়- ঘরের খেয়ে আমরা কয়জনই বা বনের মোষ তাড়াই? তাড়ায়। কেউ কেউ তাড়ায়। মানবতার প্রেমে উদগ্রীব কেউ কেউ এ পথে পা বাড়ায়। লোভ স্বার্থ পেছনে ফেলে পাওয়ার হিসেবটা না কষে আপন আলয়ে উদ্বাস্তুও হয় কেউ কেউ। নিজেকে উজাড় করে মানুষের জন্য কিছু করার আশায়! মানবতার সেবায়! আলোয় আলোয় আলোকিত করে তোলে নিভৃত ভুবন! ভুবন মোহিত হয় আলোর বহ্নিশিখায়। আলো জ্বালতে জ্বালতে কেউ কেউ নি:শেষিত হয় মৃত্যুর হিম শীতল ছোয়ায়! তবু সে আলো বিলিয়ে যাওয়া তাদের শেষ নাহি হয়! সেই তাদেরই একজন ; মুক্তিযোদ্ধা ডা: শেখ বনি আমিন।
আলো জে¦লে চলেছেন যুগ-যুগান্তর মানব সেবায়। সংগীনি সহধর্মিনী যোদ্ধা- মুক্তিযোদ্ধা ডা:আখতার বানু স্বয়ং আলোকময়। জোড়া আলোকবর্তিকায় 'অজো পাড়া গা' সাতশিকাণ্ড শাহপুর- পাগলা আজ আলোকময়। চিকিৎসক দম্পতি যুদ্ধ কালীন সময় নিজেদের ব্যস্ত রেখেছিলেন যুদ্ধাহতদের চিকিৎসা সেবায়।ওপার বাংলায়। যুদ্ধ পরবর্তী সময়ে দেশে ফিরেও কর্মব্যস্ততা দেখিয়েছেন একই পেশায়। কিন্তু পেশাগত কাজ দিয়ে কি সব জয় করা যায়? পেশাকে নেশার মত, আর নিজেকে মানবতার সেবায় উৎসর্গকৃতে কি করা চাই? হাত রাখলেন স্কুল প্রতিষ্ঠায়। সাতশিকা গ্রামেই গড়ে উঠলো বাবার নামে- হাজী আবদুল হামিদ হাইস্কুল। চার যুগের পথ চলায় যে স্কুল এখন নিজেই আলোকময়। রাজনীতির সাথে আছেন, চিকিৎসা সেবার পথে একচল্লিশটা বছর পাড়ি দিয়েছেন, স্ত্রীর নামে চালু করেছেন মুক্তিযোদ্ধা ডা: আখতার বানু মাতৃসদন ২০০৫ সালে সাতশিকায়। ২০০৮ সালে সাতশিকাণ্ডশাহপুর আর পাগলা গ্রামের তৃমোহনায় আলোর মুখ দেখলো-"মুক্তিযোদ্ধা ডা: সেখ বনি আমীন বালিকা মাধ্যমিক বিদ্যালয়"। আলো জ্বললো অজো পাড়া গায়! অস্বচ্ছল পরিবারের ঝরে পড়া বা বাল্যবিবাহের ধকলে পড়া কিশোরী বালিকারা এখন এই ঠিকানায়। ডাক্তার দম্পতির উদারতায়। ভালোবাসায়। ভালোবাসার এ ভুবন আজ অনেক বেশী আলোকময়।"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" জয়ধ্বনী হোক-তোমাদের ত্যাগের মহিমায়। ডাক্তার দম্পতি, তোমাদের সালাম; তোমাদেরই জীবদ্দশায়! আবেগময় ভালোবাসায়! সরকারের সংশ্লিষ্ট বিভাগের উদার সহযোগিতায় ঘটুক উন্মেষ। বিকশিত হোক- হাজারো ফুল ফুটে ওঠার অভিপ্রায়!