নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ছিনতাইকৃত দু’টি সিএনজি অটো রিক্সা জেলার দ্বীপ এলাকা হাতিয়া থেকে বৃহস্পতিবার সন্ধ্যা উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়া বুড়িরচর এলাকার আবুল কাশেমের ছেলে হানিফ (৩২), একই উপজেলার বয়ারচর এলাকার নুরুল ইসলামের ছেলে আজাদ (৩৮), কোম্পানীগঞ্জ উপজেলা মুছাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডেও মৃত আমি উল্যাহ মুন্সির ছেলে ইব্রাহিম ছোটন (২৮), চরএলাহী ইউনিয়ন গাংচিলের মৃত আবুল কালামের ছেলে মোঃ নাছির (৩৮), একই এলাকার মৃত আলী হোসেনের ছেলে গিয়াস উদ্দিন জমির (৩৭)।
কোম্পানীগঞ্জ থানার এসআই মোঃ জামাল হোসেন জানান, গত ১৫ ফেব্রুয়ারী উপজেলার মুছাপুর ২নং ওয়ার্ডস্থ আহছান উল্যাহ মসজিদের উত্তর পাশের পাকা রাস্তার ওপর থেকে একটি নতুন সিএনজি অটোরিক্সার চালক সাইফুলকে মারধর করে তার কাছ থেকে ছিনতাইকারী চক্র ওই সিএনজি গাড়ীটি ছিনতাই করে নিয়ে যায়।
এঘটনায় গত ১৬ ফেব্রুয়ারী তারিখে ছিনতাইকৃত সিএনজির মালিক ফেনী জেলার সোনাগাজী উপজেলার পশ্চিম দরদরবেশ এলাকার মোঃ ফকির আহম্মদ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ অনেক অনুসন্ধানের পর ইব্রাহিম ছোটন, নাছির ও গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ চট্টগ্রামের হাটহাজারী গ্যারেজ থেকে আজাদ ও হানিফকে গ্রেফতার করে। এ সময় তাদের স্বীকারোক্তিতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া দূর্গম স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকৃত সিএনজিসহ আরও একটি ছিনতাইকরা সিএনজি পুলিশ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র এবং বিভিন্ন স্থানে ডাকাতির সাথেও জড়িত রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে। শুক্রবার সকালে গ্রেফতারকৃতদেরকে কারাগারে পাঠানো হয়েছে।