শিশু পাচার ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যুব সংগঠন ও কিশোর ক্লাবের সদস্যদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। বেসরকারী প্রতিষ্ঠান ইনসিডিন বাংলাদেশ’র আয়োজনে গতকাল সকাল ১১টায় প্রেসক্লাব মোল্লাহাট’র সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান ও মূখ্য আলোচক ছিলেন ইনসিডিন বাংলাদেশের কো-অর্ডিনেটর অ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম। এ ছাড়া ছিলেন সাংবাদিক এস,এম, মিজানুর রহমান, ইনসিডিন বাংলাদেশের শাখা ব্যাবস্থাপক মোঃ ইকরাম হোসেন ও সৈয়দ মারুফুল ইসলাম, কাহালপুর যুব সংঘ, গিরিশনগর শেখ রাসেল যুব সংঘ, গাড়ফা একতা যুব সংঘ ও ভৈরবনগর কিশোর-কিশোরী ক্লাবসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি।