২৫শে মার্চ গনহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস ২০২০ উদযাপন লক্ষে প্রস্তুতি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভাতে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের এম পি আনোয়ারুল আজিম আনার।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহার সভাপতিতে সভাতে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু, সহকারী কমিশনার (ভ’মি) ভুপালী সরকার ও উপজেলা ভাইচ শাহানাজ পারভীন।
সভার অতিথিবৃন্দ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সরকারী নির্দ্দেশনা মোতাবেক এজন্য এবারের ২৫শে মার্চ গনহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস অনুষ্টানগুলি সিমিত আকারে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডুর সভাপতিত্বে পরিষদের ২০২০ মার্চ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভাতে অন্নান্যর মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার সেকেন্ড কর্মকর্তা মন্জুরুল আহসান, ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, হাসপাতালের ডাঃ সুলতান আহম্মেদ, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস ও ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।