বাগেরহাটের চিতলমারী উপজেলায় বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্র পার্থজিত মন্ডল (২৩) মারা গেছেন। চিতলমারী সদর ইউনিয়নের খিলিগাতী গ্রামের প্রাণকৃষ্ণ মন্ডলের একমাত্র ছেলে। পার্থ বাগেরহাট সরকারি পিসি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র ছিল।
এলাকাবাসীর বরাত দিয়ে চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে নিজ বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালে সে ঘরের কাইচি গেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ওই কাইচি গেটের ফাঁক দিয়ে বিদ্যুতের তার নেয়া হয়েছিল অনুষ্ঠানস্থলে। কাজের তাড়ায় পার্থ ওই কাইচি গেটে চাপ দিলে তার ফেঁটে বিদ্যুত স্পৃষ্ট হয়।
গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে পার্থ মারা যায়।
তার এই অকাল মৃত্যুতে পরিবার, এলাকাবাসী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।