চাটমোহর ব্যবসায়ী সমিতির ১৩তম বার্ষিক সাধারণ সভা শুক্রবার (১৩ মার্চ) অনুষ্ঠিত হয়। চাটমোহর পুরাতন বাজার কালিসাগর পাড়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন পাবনা চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী। সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আঃ মুতালিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম পর্বে অতিথি হিসেবে বক্তব্য দেন,সাবেক এমপি আলহাজ্ব কে এম আনোয়ারুল ইসলাম,চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ হামিদ মাস্টার,পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,পাবনা জেলা পরিষদ সদস্য মোঃ হেলাল উদ্দিন,জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ,সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন,সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম,পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাশফিকুল হাসান,থানার ওসি সেখ মোঃ নাসীর উদ্দিন,ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ মাইনুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম নজরুল ইসলাম,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান আতিক,দৈনিক আমাদের বড়াল সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন প্রমূখ। সাধারণ সভার দ্বিতীয় পর্বে ছিলো বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন,অডিট রিপোর্ট উপস্থাপন,গত সভার সিদ্ধান্ত পাঠ ও অনুমোদন,সদস্যদের প্রশ্নোত্তর পর্ব,র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ।