সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন গৃহীত "বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত)" শীর্ষক কর্মসূচির আওতায় চলতি অর্থবছরের নোয়াখালীর সেনবাগ উপজেলার একমাত্র মতইন বৌদ্ধ বিহারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকর, স্বাস্থ্য উপকরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী এবং বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।
এউপলক্ষে বৃহষ্পতিবার (১২ মার্চ) দুপুরে ডমুরুয়া ইউপির মতইন বৌদ্ধ বিহারের সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও ডমুরুয়া ইউপির চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন-সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মেদ চৌধুরী। এ সময় বিশেষ অতিথি ছিলেন-সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ক্ষেমালিকা চাকমা, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির ও মহিলা ভাইস চেয়ারম্যান মারিয়াম সুলতানা, নোয়াখালী জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আরিফ হোসেন, একাডেমি সুপারভাইজার জসিম উদ্দিন। আলোচনা সভা শেষে অতিথিরা সামগ্রীগুলো বিতরণ করেন।