বঙ্গবন্ধু না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধু দেশের কল্যাণের জন্য স্বপ্ন দেখতেন, সে স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে রাঙ্গামাটিতে ২ দিন ব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গামাটির প্রধান পৃষ্ঠপোষক হাজী মোঃ মুছা মাতব্বর এসব কথা বলেন।
শুক্রবার (১৩ মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সাধারন সম্পাদক মোঃ শাহ এমরান রোকনের সঞ্চালনায় ও মনসুর আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ রফিকুল মাওলা, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা ও রাঙ্গামাটি আর্ট একাডেমির পরিচালক রেজাউল করিম রেজা, মুক্তিযোদ্ধা মঞ্চের রাঙ্গামাটি জেলা সাধারন সম্পাদক শারমিন সোমাসহ বিভিন্ন সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ মুছা মাতব্বর আরো বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। তিনি বলেন, অতীতে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাসকে বিএনপি জামাত জোট বিকৃত করেছে। মুক্তিযুদ্ধের বিরোধী জোট এখনো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
শুক্রবার বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত নৃত্য, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ৩ শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করে। শনিবার সকালে গান ও বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।